মিজোরামের উদ্বাস্তুদের জন্য এক ইঞ্চিও ভুমি দেওয়া হবে না, আমরণ অনশনে বসল যৌথ আন্দোলন কমিটি

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১০ জুন৷৷ বুধবার থেকে আমরণ অনশনে বসল যৌথ আন্দোলন কমিটির সদস্যরা৷ এদিন কাঞ্চনপুর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ণ নেতাজী যুব ক্রীড়া সংঘ প্রাঙ্গণে দেশনায়ক মঞ্চে আমরণ অনশনে বসে নাগরিক সুরক্ষামঞ্চ এবং জম্পুইহীলের মিজু কনভেনশনের জয়েন্ট মুভমেন্ট কমিটি৷ কাঞ্চনপুরে মিজোরামের উদ্বাস্তুদের জন্য এক ইঞ্চিও ভুমি দেওয়া হবে না৷ এই দাবিতে প্রথমে সাংবাদিক সম্মেলন এবং এরপর আমরণ অনশনে বসে তারা৷ ২০১৯ সালের ১০ ডিসেম্বর গঠিত হয় অরাজনৈতিক সংগঠন নাগরিক সুরক্ষামঞ্চ৷ তাদের কার্যকলাপের সঙ্গে পরবর্তী সময়ে যুক্ত হয় জম্পুইহীলের ৫ টি সামাজিক সংস্থা৷ এই সমস্ত সংগঠনের গন আন্দোলন কমিটি মিলে আমরণ অনশনে বসে৷ সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন কাঞ্চনপুর, আনন্দবাজার, জম্পুই থানায় সি এ এ নিয়ে আন্দোলনের নামে যারা আক্রমণ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে মামলা করার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ এই অবস্থায় নতুন করে তারা মিজোরামের উদ্বাস্তুদের জন্য এক ইঞ্চিও ভুমি দেবেন না৷ রিয়াংদের ফেরৎ জেতে হবে স্ব ভূমে৷ এই দাবী প্রবল ভাবে জানিয়ে এদিন থেকে আমরণ অনশনে বসে যৌথ আন্দোলন কমিটি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?