নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। কলাকাতা থেকে এলায়েন্স এয়ারের একটি কার্গো বিমান শনিবার মাঝ বেলায় আগরতলা বিমান বন্দরে আসে। বিমানটিতে ২৪০ পেকেট (১৭৩০ কেজি) অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী আনা হয়। দুপুর ১২.০৩ টা নাগাদ বিমানটি আগরতলা বিমানবন্দর ছেড়ে যায়। লকডাউন চলাকালীন সময়ে এখন পর্যন্ত বিভিন্ন বিমান সংস্থার দেড় ডজন কার্গো বিমান অত্যাবশ্যকীয় পন্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে আগরতলায় এসেছে। যদিও এর আগে পণ্য নিয়ে আসে কয়কটি কার্গো বিমান। এছাড়া কয়েক দিন আগে একটি চার্টার বিমানে কিছু রোগী ও পরিবারের লোকজন আগরতলায় এসেছেন বহিঃরাজ্যে আটকে থাকা।