নতুন প্রতিনিধি, গন্ডাছড়া, ১০ ফেব্রুয়ারী।। বিকলাঙ্গ মৃত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে আর্থিক সাহায্যের দাবিতে সোমবার সিডিপিও অফিসে দারস্ত হলেন এক হতভাগা মা। জানা গেছে গন্ডাছড়া হরিপুর ছয়-সাত কার্ড এলাকার বাসিন্দা সবিতা বনিকের তের বছরের বিকলাঙ্গ মেয়ে সঞ্জিতা বনিক রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মা সবিতা বনিক জানান তার মেয়ে জন্মসূত্রেই বিকলাঙ্গ ছিল। এমনকি তার একশ শতাংশ বিকলাঙ্গ শংসাপত্র রয়েছে। মেয়েটি এমনই বিকলাঙ্গ ছিল বিছানা থেকে উঠতে পারত না। বিকলাঙ্গ ভাতা পাওয়ার আশায় বহু বার সিডিপিও অফিসে দারস্ত হয়েছিল। এই ভাবে তের বছর কেটে গেলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত ভাতা তার কপালে জুটেনি। তিনি আরো জানান প্রায় দেড় মাস আগে তার স্বামী ঝুটন বনিক রাতের অন্ধকারে বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে রাস্তায় ওনার মৃত্যু ঘটে। পরদিন সকালে রক্তাক্ত অবস্থায় লক্ষীপুর ব্রীজ সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। এই ভাবে দেড় মাসের ব্যবধানে স্বামী এবং মেয়েকে হারিয়ে তিনি এখন দিশাহারা। নেই তার কাছে কোন টাকা পয়সা। কিভাবে তার মেয়ের শ্রাদ্ধ করবেন তা ভেবে পাচ্ছেন না। তাই তো তিনি অন্যের কাছ থেকে একটু সাহায্যে আশায় পথ চেয়ে বসে আছেন। গেলেন সিডিপিও অফিসেও।