নতুন প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর ৷৷ এবার বধূ নির্যাতনের মামলায় জড়ালেন রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর প্রেমিকাকে বিয়ে করে ওই মামলা থেকে কার্যত নিস্তার পেয়েছিলেন তিনি৷ কিন্তু, এবার পশ্চিম আগরতলা মহিলা থানায় তাঁর স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছেন৷ ওই মামলায় বিধায়কের মা, বড় ভাই এবং ভাতৃবধূর নামও জড়িয়েছে৷
পুলিশ সূত্রে খবর, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৪৯৮(এ) এবং ৩০৭ ধারায় মামলা হয়েছে৷ মামলা নম্বর ১২৭/২০১৯৷ বিধায়কের স্ত্রীর অভিভাবক অজিত দেববর্মা জানিয়েছেন, বাধ্য হয়ে মামলা করতে হয়েছে৷ তাঁদের মেয়ের উপর বিয়ের পর থেকেই অকথ্য নির্যাতন করেছেন স্বামী ও শ্বশুড় বাড়ির সদস্যরা৷ তিনি জানান, জামাতা ধনঞ্জয় ত্রিপুরা, তার মা খর্গশ্রী ত্রিপুরা, তাঁর বড় ভাই চন্দ্রজয় ত্রিপুরা এবং ভাতৃবধূ মধুরানী ত্রিপুরার বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ প্রসঙ্গত, গত ১৯ মে পূর্ব আগরতলা মহিলা থানায় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল৷ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে বিধায়কের প্রেমিকা মামলা করেছিলেন৷ ওই মামলায় গত ৩১ মে ত্রিপুরা হাইকোর্ট বিধায়কের জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল৷ ধর্ষণ মামলায় বিধায়ক জড়িয়ে যাওয়ায় রাজ্য রাজনীতিতে তুলপাড় শুরু হয়েছিল৷ আইপিএফটি’র সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার মধ্যস্থতায় ওই সমস্যার সমাধান হয়েছিল৷ এনসি দেববর্মার বাড়িতেই দুই পক্ষের বৈঠকে তাঁদের বিয়ে স্থির হয়েছিল৷ গত ১০ জুন চৌদ্দ দেবতা মন্দিরে সামাজিক রীতি মেনে বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বিয়ে করেছিলেন৷ কিন্তু, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর ক্রমাগত নির্যাতন করেছেন বলে পশ্চিম আগরতলা মহিলা থানার দারস্থ হয়েছেন বিধায়কের স্ত্রী৷