আইজিডি প্রকল্পে আত্মনির্ভর সহায়ক সামগ্রী বিতরণ আমবাসায়

আমবাসা, ১৬ মে : শুক্রবার বনদপ্তরের উদ্যোগে আইজিডি প্রকল্পের অধীন এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমবাসা টাউন হলে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সুবিধাভোগীদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধপতি সুস্মিতা দাস, বিএসির চেয়ারম্যান পরিমল দেববর্মা, বন দপ্তরের আধিকারিক এস প্রভু, ধলাই জেলার ডিএফও অমিত দেববর্মা সহ অন্যান্যরা।

এই প্রকল্পটি মূলত ধলাই এবং উত্তর জেলার ১২৯ টিজিপি/ভিসি এলাকায় রয়েছে। যার মধ্য দিয়ে এলাকার বাসিন্দাদের আর্থ সামাজিক মান উন্নয়নের প্রক্রিয়া চলছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই জেলার ৪০০ সুবিধাভোগীকে সুতো প্রদান করা হয়, ৩৫০ জনকে কম্বল, পাঁচটি স্ব- সহায়ক দলকে এক লক্ষ টাকা করে ৫ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়। এছাড়াও বেশ কিছু যুবকদের হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া সামগ্রী। ১২৫ জন কর্মীকে প্রদান করা হয় ট্যাবলেট, যাতে তারা সঠিকভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে পারে এবং একাউন্টস এর কাজ করতে পারে।

বনমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন নির্বিচারে বন ধ্বংস করলে হবে না যারা এ কাজ করছে তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জিনিসগুলি প্রদান করা হচ্ছে এর একটি অন্যতম কারণ হচ্ছে মানুষকে যেন সঠিক পথে নিয়ে আসা যায়। তাদেরকে যেন কাজের একটি দিশা দেখানো যায়। এই প্রথম ধলাই জেলায় এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?