অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর।। ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ও পরবর্তী সহিংসতা সমর্থন করেছেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা। আর এ কারণে কাজ হারালেন তিনি।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার। কিন্তু প্রাক্তন পর্ন তারকা ফিলিস্তিনের সমর্থনে একাধিক টুইট করে চলেছেন। এমন কাণ্ডে তার সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করলেন টড।
এক টুইটে মিয়া খলিফা লেখেন, ‘ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি আপনি ফিলিস্তিনকে সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।’
অপর এক টুইটে তিনি লেখেন, ‘কেউ প্লিজ ফিলিস্তিনের বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরাইজন্টাল ভাবে ভিডিও রেকর্ড করতে।’
মিয়া খলিফার এমন সব টুইটে তার ওপর ক্ষুব্ধ হন টড। তিনি নিজেও একটি টুইটে লেখেন, ‘কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খলিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। জাস্ট অসহ্য একেবারে। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি বানানো এগুলো সমর্থন করছ! কোনো ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমি মানুষের মতো মানুষ হও।’