দক্ষিণ জেলায় সাত হাজারেরও বেশি স্বসহায়ক দল রয়েছে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বিলোনিয়া, ১৬ মে : দু’দিনের সফরে বিভিন্ন প্রকল্প নিয়ে এবং সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক ও বিলোনিয়া মহাকুমা হাসপাতাল আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র এবং সর্বশেষ তিরঙ্গা যাত্রা রেলিতে অংশগ্রহণ শেষে বিলোনিয়া সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ লোগানাথন মুরুগান। তাঁর সাথে ছিলেন রাজ্য সরকারের সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং দক্ষিণ জেলার জেলাশাসক মোঃ সাজ্জাদ পি।

সাংবাদিক সম্মেলনে প্রতিমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। বিশেষ করে রেগা থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি। প্রধানমন্ত্রীর বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প এবং শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব বিষয় তুলে ধরেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার পরিসংখ্যান তিনি তুলে ধরেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রিদের দেশের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলাতে প্রবাস করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য একটাই উন্নয়নমূলক কাজগুলি খতিয়ে দেখা।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে জনগণ কি সুবিধা পেয়েছেন তা তথ্য সহকারে তুলে ধরেন। নারী স্বশক্তিকরণ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন বর্তমানে দক্ষিণ জেলায় সাত হাজারেরও বেশি স্বসহায়ক দল রয়েছে। এর ফলে নারী শক্তি প্রবল হচ্ছে এবং স্বসহায়ক দলের কাজ দ্রুত চলছে। তিনি আরো বলেন দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪ কোটিরও বেশি ঘর ইতিমধ্যে প্রদান করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশরও বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে জনগণ। বাকিগুলির কাজ চলছে। তিনি আরো বলেন, সরকারি আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?