বিলোনিয়া, ১৬ মে: সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরার মধ্যে প্রথম স্থান অধিকারী সুরজ বসুকে শুক্রবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান সম্মাননা প্রদান করেন।
রাজ্যের কৃতি সন্তান সুরজ বসু দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এই বছর সিবিএসই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। সুরজের এই ফলাফলে খুশি ওর পরিবার। গর্বিত বিলোনিয়াবাসী। সুরজকে শুক্রবার বিলোনিয়া সার্কিট হাউজে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। সকলে আশীর্বাদ করেন সুরজ যেন রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।