১৭ মে বামুটিয়ায় গোমতী ডায়েরির দ্বিতীয় ইউনিটের উদ্বোধন

আগরতলা, ১৬ মে : শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়াতে গোমতী ডায়েরির দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধন হতে চলছে। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজিব রঞ্জন সিং। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রফেসর এসপি গুহ, রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াসহ অন্যান্যরা ।শুক্রবার ইন্দ্রনগরস্থিত গোমতী দুধের ডায়েরিতে সাংবাদিক সম্মেলন এই সংবাদ জানান ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ।

আগামীকাল অর্থাৎ শনিবার বামুটিয়ায় রাজ্যের গোমতী ডায়েরির দ্বিতীয় ইউনিট উদ্বোধন হচ্ছে। মোট ২১ কোটি টাকায় এই দ্বিতীয় ইউনিট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রাজ্য সরকারের দুই কোটি টাকা এবং কেন্দ্রীয় সরকারের উনিশ কোটি টাকা রয়েছে। গোমোতী ডায়েরি দ্বিতীয় ইউনিটের দুদ্ধ উৎপাদন ক্ষমতা দৈনিক ৪০ হাজার লিটার। এদিন ইন্দ্রনগরস্থিত গোমতী দুধের ডায়েরিতে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ।

তিনি জানান, গত ১৫ মে বামুটিয়ার দ্বিতীয় দুগ্ধ কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী রাজিব রঞ্জন সিং একটি কাজে ব্যস্ত হয়ে পড়ায় আসতে পারেননি। আগামীকাল অর্থাৎ শনিবার ১১ টায় এর উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজিব রঞ্জন সিং। এছাড়া উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রফেসর এসপি গুহ, রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, দপ্তরের সচিব সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে গোমোতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ জানান, গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বামুটিয়ার গোমতী ডায়েরি ইউনিট টু সবচেয়ে বড় ডায়েরী হতে চলছে।

সাংবাদিক সম্মেলনের ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ জানান, ১৯৮২ সালে ইন্দ্রনগরের এই ডায়েরি চালু হয়। কিন্তু দীর্ঘ বাম শাসনে এই দুধের ডায়েরির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়নি। বর্তমান রাজ্য সরকারের সাড়ে ছয় বছরের আমলে বামুটিয়ায় দ্বিতীয় ইউনিট স্থাপন করে দুধ উৎপাদনের পরিমাণ ৫০০০ লিটার থেকে ৪০ হাজার লিটার করা হয়েছে। তিনি আরো জানান, ডায়েরিতে মোট ১৩৬ জন কর্মী রয়েছেন। নতুন বোর্ড গঠন হওয়ার পর ৩৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ২৬ জনকে কন্ট্রাকচুয়াল থেকে ফিক্সড করা হয়েছে। সাতজনকে নিয়মিত করা হয়েছে। প্রসঙ্গত ইন্দ্রনগর এর দুধের ডায়েরি থেকে প্রতিদিন দুগ্ধ উৎপাদনের পরিমাণ পাঁচ হাজার লিটার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?