সাব্রুম, ১৬ মে : শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা হাসপাতালের ম্যালেরিয়া সুপারভাইজিং কমিটির উদ্যোগে পালিত হল জাতীয় ডেঙ্গু দিবস। মশাবাহিত প্রাণঘাতী এই রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতেই আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালি ও তথ্যভিত্তিক আলোচনা সভা।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন ম্যালেরিয়া সুপারভাইজার বিশ্বজিৎ রাজ। প্রথমেই হাসপাতাল চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়, যাতে অংশগ্রহণ করেন হাসপাতালের ম্যালেরিয়া সুপারভাইজারি কমিটির সদস্যবৃন্দ, আশা কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। তারা তাদের ব্যানারে তুলে ধরেন— ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সচেতনতামূলক বার্তা। সাব্রুমের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ধরে অগ্রসর হওয়া এই র্যালি শহরের বাসিন্দাদের মধ্যে সচেতনতার নতুন বার্তা ছড়িয়ে দেয়।
র্যালি শেষে সাব্রুম এসডিএমও অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় একটি আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতা। সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার সৌমিক হাজরা এবং সুপারভাইজার বিশ্বজিৎ রাজ। আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর লক্ষণ, প্রতিকারের উপায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ গুরুত্ব দেওয়া হয় কমিউনিটি পর্যায়ে সচেতনতা তৈরির উপর। স্বাস্থ্যকর্মী বিশ্বজিৎ রাজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জলের জমা রোধ করলেই এই রোগকে ঠেকানো সম্ভব।”
দিনব্যাপী এই কর্মসূচি ছিল শুধুমাত্র একটি দিবস উদযাপন নয়— ছিল ভবিষ্যতের জন্য এক সচেতনতার বীজ বপন। যখন সম্মিলিত প্রচেষ্টায় সমাজ এগিয়ে আসে, তখনই জনস্বাস্থ্যের প্রতি প্রকৃত দায়িত্ববোধ প্রতিষ্ঠিত হয়।