আগরতলা, ১৬ মে : সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এবং দ্রুততার সঙ্গে ও নিপুনভাবে কাজ সম্পন্ন করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তথা এআই প্রযুক্তি একটি অন্যতম উপাদান। বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের নিত্যদিনের কাজে এআই টেকনোলজিকে ব্যবহার করছে। এ কাজে পিছিয়ে থাকতে চায় না ত্রিপুরা সরকার।
রাজ্যের বিভিন্ন সরকারি কাজেও এই প্রযুক্তিকে সংযুক্তিকরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে শুক্রবার আগরতলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালার নাম দেওয়া হয় “সংবেদনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি কর্মশালা – সুশাসনের জন্য এআই: স্বচ্ছতা, দক্ষতা ও প্রভাব চালনা”।
রাজ্য সরকারের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা এই কর্মশালার সূচনা করেন। সরকারের প্রতিটি দপ্তরের সচিব সহ উচ্চপদস্থ আধিকারিক এবং কারিগরি প্রতিষ্ঠানগুলির কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মশালা। মুখ্যসচিব এআই প্রযুক্তির সুবিধা এবং দ্রুত কাজ করার লক্ষ্যে এই প্রযুক্তিকে গ্রহণ করার বিষয়ে আলোচনা করেন।